মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

May 2, 2025 9:53 AM

printer

প্রধানমন্ত্রী আজ অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে ৫৮হাজার কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস, সূচনা ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে ৫৮হাজার কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস, সূচনা ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী, দেশে বিশ্বমানের পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী , অন্ধ্রপ্রদেশে ৭টি  জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি ৬টি জাতীয় সড়ক প্রকল্প এবং একটি রেল প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। শ্রী মোদী, ১১ হাজার ২৪০ কোটি টাকাবেশি মূল্যের বেশ কিছু পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করবেন। এদের মধ্যে রয়েছে বিধানসভা, হাইকোর্ট, সচিবালয় এবং অন্যান্য প্রশাসনিক ভবন ও  ৫ হাজার ২শো পরিবারের  জন্য আবাসন তৈরীর মত প্রকল্প। এছাড়াপ্রধানমন্ত্রী, অন্ধ্রপ্রদেশের নাগায়ালঙ্কায় প্রায় ১হাজার ৪৬০ কোটি টাকা ব্যয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এতে উৎক্ষেপণ কেন্দ্র, কারিগরি সরঞ্জামের বিভিন্ন সুবিধা, দেশজ প্রযুক্তিতে তৈরী র‍্যাডার, টেলিমেট্রির পাশপাশি থাকবে ইলেক্ট্রো অপটিক্যাল সিস্টেম, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো মজবুত করবে। বিশাখাপত্তনমের মধুরাওয়াড়ায় শ্রী মোদী একটি মলের শিলান্যাস করবেন।