প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি টোকিওতে আজ পঞ্চদশ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। আজ সকালেই তিনি দুদিনের সরকারি সফরের টোকিওতে গিয়ে পৌঁছেছেন। এই সম্মেলনে উভয় নেতা গত ১১ বছর ধরে গড়ে ওঠা,দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং বিশেষ কৌশল এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অংশীদারিত্বের পরবর্তী পর্যায়ে নিয়ে আলোচনা করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী সেখানে পৌঁছানোর পর ইম্পেরিয়াল হোটেলে সে দেশে বসবাসকারী ভারতীয়রা তাকে উৎসাহ সহকারে উষ্ণ অভ্যর্থনা জানান। কত্থক এবং শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুদেশের শীর্ষসম্মেলনের আগে বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী মিলিত হবেন। জাপানের বৈদেশিক বাণিজ্য সংগঠনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজুয়া নাকাজো বলেছেন, সঠিক সময়ে প্রধানমন্ত্রী মোদির এই জাপান সফর। ভারতে যে সমস্ত জাপানি কোম্পানি এখন কাজ করছে তার আশি শতাংশই আগামী ১ থেকে দু বছরে ভারতে ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে বলে সমীক্ষায় উঠে এসেছে।
এরপরে প্রধানমন্ত্রী আজ পঞ্চদশ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী যোগ দেবেন। প্রতিরক্ষা ও নিরাপত্তা বাণিজ্য এবং অর্থনীতি প্রযুক্তি ও উদ্ভাবন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা পত্র আজ স্বাক্ষরিত হতে পারে। এরপর প্রধানমন্ত্রীর দপ্তরে, শ্রীমোদী একটি সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গেছে, যা দুদেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাপান ও চীন সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন যে তাঁর এই সফর ভারতের জাতীয় স্বার্থ এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলি আরও সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই সফর আঞ্চলিক ও বিশ্বশান্তি, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের মতো বিষয়গুলিতে ফলপ্রসূ সহযোগিতার ক্ষেত্রেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ