প্রধানমন্ত্রীর দপ্তরের প্রধান সচিব, ডঃ পি কে মিশ্র, বিপর্যয় মোকাবিলা প্রতিরোধ ব্যবস্থাপনায় ভারতের প্রতিশ্রুতির কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন। গতকাল জেনেভায় বিপর্যয়ের ঝুঁকি কমানোর জন্য আন্তর্জাতিক মঞ্চের অষ্টম আলোচনায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ডঃ মিশ্র, নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের উপমন্ত্রী, স্টিন রেনাতে হ্য়াহাইমের সঙ্গে বৈঠক করেছেন।সেখানে বিপর্যয়ের ঝুঁকি হ্রাসে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।