প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
বৈঠকে অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির প্রতি সমর্থন ব্যক্ত করেন্। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, কাশ্মীরের পহেলগাঁও এ সন্ত্রাসবাদী হামলার পর পশ্চিম শিবির থেকে ভারত, বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।
এর আগে দিল্লির মানেকশ সেন্টারে অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানান শ্রী সিং। অনুষ্ঠানে, মার্লেসকে গার্ড অফ অনার প্রদান করা হয়। দিল্লির জাতীয় যুদ্ধ মালায়ররপনও করেন সেদেশের মন্ত্রী। পরে তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের পাশে রয়েছে তাঁর দেশ।