প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ সতর্ক করে বলেছেন, স্যার ক্রিক এলাকায় পাকিস্তানের কোনওরকম অপপ্রয়াসের জবাবে ইতিহাস এবং ভূগোল বদলে যাবে। শ্রী সিং দশেরা উপলক্ষে আজ কচ্ছের লাক্কি নালা মিলিটারি গ্যারিসনে একটি সামরিক মহড়া যোগদান করেন এবং শস্ত্রপূজন অনুষ্ঠানে অংশ নেন। সেখানেই প্রতিরক্ষামন্ত্রী দেশের জওয়ানদের সঙ্গে মতবিনিময়ও করেন।
Site Admin | October 2, 2025 1:44 PM
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ সতর্ক করে বলেছেন, স্যার ক্রিক এলাকায় পাকিস্তানের কোনওরকম অপপ্রয়াসের জবাবে ইতিহাস এবং ভূগোল বদলে যাবে
