প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর , ভারতের ইতিহাসে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে বড় অভিযান। দেরাদুনে তিনি আজ সাংবাদিকদের বলেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা শুধুমাত্র ভারতীয় নাগরিকদের ওপর আক্রমণ নয়, তা দেশের সামাজিক ঐক্যের ওপরেও আঘাত হেনেছে। তিনি জোর দিয়ে বলেন,পহেলগাঁওয়ে জঙ্গিরা ধর্মের ভিত্তিতে বেছে বেছে হত্যাকাণ্ড চালিয়েছে। কিন্তু ভারত ধর্ম বা জাত পাত দেখে নয়, সন্ত্রাসবাদীদের জঘন্য কাজের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়।সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানান তিনি।
Site Admin | June 11, 2025 8:15 AM
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর , ভারতের ইতিহাসে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে বড় অভিযান।
