মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 6, 2025 5:15 PM

printer

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ আগামীকাল দিল্লিতে কন্ট্রোলার কনফারেন্স ২০২৫-এর উদ্বোধন করবেন।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ আগামীকাল দিল্লিতে কন্ট্রোলার কনফারেন্স ২০২৫-এর উদ্বোধন করবেন। তিনদিনের এই সম্মেলনের আয়োজন করেছে, ডিফেন্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট DAD। প্রতিরক্ষামন্ত্রক এক বিবৃতিতে বলেছে, এই সম্মেলনে আটটি গুরুত্বপূর্ণ অধিবেশন হবে।তাতে বাজেট প্রণয়ন, অ্যাকাউন্টস সংশোধনী প্রক্রিয়া,অন্তর্বিভাগীয় অডিটকে নতুনভাবে সংগঠিত করা,মূল্য নির্ধারণ সংক্রান্ত সংস্কার ইত্যাদি বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। এবারের বৈঠকের থিম–‘Transforming Financial Advice, Payment, Audit, and Accounting through Defence Finance and Economics.’ উপস্থিত থাকবেন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ অনিল চৌহান,প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং প্রমুখ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন