প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন সরকার ২০২৯ সালের মধ্যে প্রতিরক্ষা উৎপাদন ৩ লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে।
গতকাল দেরাদুনে জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাস সংক্রান্ত এক সম্মেলনে তিনি বলেন, দেশের রপ্তানি ক্ষেত্র এই সময়ের মধ্যে ৫০ হাজার কোটি টাকায় পৌঁছে যাবে।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন ২০১৪ সালে প্রতিরক্ষা উৎপাদন ৪০ হাজার কোটি টাকার মত ছিল এখন তা ১ দশমিক তিন শূন্য লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
তিনি আরো বলেন, এই বছর সরকার প্রতিরক্ষা উৎপাদনের লক্ষ্য মাত্রা এক দশমিক ৭/৫ লক্ষ কোটি টাকা রেখেছে। প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি ২০২৪-২৫ আর্থিক বছরে ২৩ হাজার ৬২২ কোটি টাকা অতিক্রম করেছে। ‘মেড ইন ইন্ডিয়া’ প্রতিরক্ষা উৎপাদন প্রায় ১০০ টি দেশে রপ্তানি করা হচ্ছে।