প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে কোনোরকম সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়, তাহলে তার পরিণতি দেশটিকে ভোগ করতে হবে। কোনোরকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই ভারত সন্ত্রাসবাদের সমস্যা নির্মূল করতে সবরকম পদক্ষেপ নেবে বলে তিনি জানান। গোয়াতে আজ ভারতের প্রথম দেশে নির্মিত বিমানবাহী জাহাজ আই এন এস বিক্রান্ত-এর আধিকারিকদের উদ্দেশ্যে শ্রী সিং বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, গোটা বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার নাগরিকদের রক্ষা করার ব্যাপারে ভারতের অধিকারকে স্বীকৃতি দিয়েছে। পাকিস্তানকে তার দেশ থেকে সন্ত্রাসবাদকে সমূলে উচ্ছেদ করতে হবে। তিনি মাসুদ আজহারের মতো সন্ত্রাসবাদীকে ভারতের হাতে তুলে দেওয়ার দাবিও জানিয়েছেন। শ্রী সিং বলেন, অপারেশন সিন্দুর, কেবল মাত্র একটা সামরিক অভিযান নয়, এটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ। পাকিস্তান যদি, কোন দূরভিসন্ধিমূলক বা অনৈতিক কাজে লিপ্ত হয়, তাহলে এবার তারা ভারতীয় নৌবাহিনীর আক্রমণের মুখে পড়বে।
Site Admin | May 30, 2025 10:31 PM
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে কোনোরকম সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়, তাহলে তার পরিণতি দেশটিকে ভোগ করতে হবে।
