প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সরকার দেশের প্রতিরক্ষা শিল্পক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত্ব সংস্হা DPSU গুলি যাতে বিভিন্ন প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জের সফলভাবে মোকাবিলা করতে পারে সেই লক্ষেও সবরকমের প্রয়াস চালানো হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী গতকাল নতুন দিল্লিতে আটটি ডিপিএসইউ-এর কাজের অগ্রগতি পর্যালোচনা করে দেখেন।
ওই বৈঠকে রাজনাথ সিং, প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করে বলেন,অপারেশন সিন্দুরের সময় ভারতের সশস্ত্র বাহিনী যে দক্ষতার সঙ্গে পরিস্হিতি সামাল দিয়েছে, তার পেছনে রয়েছে উন্নয়ন ও প্রযুক্তির অবদানও।
বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে শ্রী সিং DPSU গুলিকে অত্যাধুনিক প্রযুক্তি গবেষণা ও উন্নয়নের ওপর আরও বেশি করে জোর দিতে বলেন। যাতে, যেকোন রকম যুদ্ধ পরিস্হিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড মহারত্ন এবং মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড নবরত্নের মর্যাদা লাভ করায় প্রতিরক্ষামন্ত্রী তাদের অভিনন্দন জানান।