প্রতিটি রাজ্যে অন্তত একটি করে বিশ্বমানের পর্যটন গন্তব্য গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলিকে অনুরোধ করেছেন। নতুন দিল্লিতে আজ নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিল বৈঠকে প্রধানমন্ত্রী, ‘এক রাজ্য: এক আন্তর্জাতিক গন্তব্য’ এই ভাবনার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ভারতে দ্রুত নগরোন্নয়ন হচ্ছে। শহরগুলির উন্নয়নের চালিকাশক্তি হল বৃদ্ধি, উদ্ভাবন এবং স্থায়িত্ব। উন্নয়নের গতি আরও তরান্বিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এবং সব রাজ্য যদি ‘টিম ইন্ডিয়া’-র মত একসঙ্গে কাজ করে, তাহলে কোনো লক্ষ্য অর্জনই অসম্ভব হবে না। ‘বিকশিত ভারত’ প্রত্যেক ভারতীয়র লক্ষ্য। প্রতিটি রাজ্য বিকশিত হবে, ভারতও বিকশিত হবে বলে মত প্রকাশ করেন তিনি।
যেকোনো উদ্যোগে মহিলাদের আরও বেশি করে সামিল করার আহ্বান জানিয়ে শ্রী মোদী বলেন, আইন এবং নীতি এমনভাবে তৈরি হওয়া উচিত যাতে মেয়েরা সসম্মানে কাজ করতে পারেন।
উল্লেখ্যও, এবার এই বৈঠকের মূল ভাবনা ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের জন্য বিকশিত রাজ্য।