প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্টিয়াগো পেনা পালাসিওস আজ সকালে তিন দিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন প্যারাগুয়ের রাষ্ট্রপতি। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করা হবে। রাষ্ট্রপতি পেনার এটিই প্রথম ভারত সফর। সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করেরর সঙ্গেও দেখা করবেন।বুধবার প্যারাগুয়ে ফেরার আগে মুম্বই সফর করবেন তিনি। মুম্বইয়ে তিনি শিল্প বাণিজ্য জগতের নেত্রী, স্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হবেন।
ভারত ও প্যারাগুয়ের মধ্যে ১৯৬১ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। উভয় দেশ ব্যবসা বাণিজ্য, কৃষি, স্বাস্থ্য, ওষুধ, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। উভয় দেশ, রাষ্ট্রসংঘের সংস্কার, জলবায়ু পরিবর্তন, পরিবেশ বান্ধব জ্বালানী এবং জঙ্গি মোকাবিলা সহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে সহমত পোষণ করে।