প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা প্যালাসিওস আগামী মাসের ২ তারিখে ৩ দিনের ভারত সফরে আসছেন। সঙ্গে থাকবেন বিভিন্ন মন্ত্রী, উচ্চপদস্থআধিকারিক ও বানিজ্য-শিল্প প্রতিনিধিদল।
এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এটিই হবে প্রেসিডেন্ট পেনার প্রথম ভারত সফর এবং প্যারাগুয়ের কোনও রাষ্ট্রপতির এটি দ্বিতীয় সফর। প্রেসিডেন্ট পেনা দোসরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বৈঠকে মিলিত হবেন।
প্রেসিডেন্ট পেনা চৌঠা জুন দেশে ফিরে যাওয়ার আগে মুম্বাই সফর করবেন। মুম্বাইতে, রাষ্ট্রপতি পেনা মহারাষ্ট্রের রাজনৈতিক নেতা, ব্যবসা ও শিল্প প্রতিনিধি এবং প্রযুক্তিগত নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, ১৯৬১ সাল থেকে ভারত এবং প্যারাগুয়ের মধ্যে কুটনৈতিক সম্পর্কের সূচনা হয়। দুই দেশ বাণিজ্য, কৃষি, স্বাস্থ্য, এবং তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গড়ে তুলেছে।