March 13, 2025 8:22 PM

printer

পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রজেজ দুদা সেদেশে পারমাণবিক অস্ত্র রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে।

পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রজেজ দুদা সেদেশে পারমাণবিক অস্ত্র রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে। দুদার উপদেষ্টা ওজসিচ কোলারস্কি আজ জানান, ন্যাটোর সদস্য হিসেবে, পারমাণবিক অস্ত্র পোল্যান্ডের নিরাপত্তাকে আরো জোরদার করবে। উল্লেখ্য, এর আগে আন্দ্রজেজ দুদা ২০২২ সালে এই আবেদন করেছিল। এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছে, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন এর সঙ্গে পরমাণু অস্ত্র বিষয়ে কথা চলছে। রাশিয়া পোল্যান্ডের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।