April 24, 2025 7:52 PM

printer

পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক চলছে।

পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক চলছে। সংসদ ভবন চত্বরে এই বৈঠক ঘন্তাখানেক আগে শুরু হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে পৌরহিত্য করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বৈঠকে যোগ দিয়েছেন। উপস্থিত আছেন বরিষ্ঠ কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে, সংসদ বিষয়ক মন্ত্রী কীরেন রিজিজু, ডি এম কের তিরুচি শিবা, এনসিপি নেতা প্রফুল প্যাটেল, এনসিপি- এস পি-র সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব, আম আদমী পার্টির সঞ্জয় সিং, আর জে ডির প্রেম চাঁদ গুপ্তা, YSRCPর পি ভি মিধুন রেড্ডি এবং তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।