October 23, 2024 12:01 PM

printer

পূর্ব-মধ্য বঙ্গোপোসাগরে কেন্দ্রীভূত গভীর নিম্নচাপ, আজ ভোরে  সামুদ্রিক ঘূর্ণিঝড় দানার রূপ নিয়েছে

পূর্ব মধ্য  বঙ্গোপোসাগরে কেন্দ্রীভূত গভীর নিম্নচাপ, আজ ভোরে  সামুদ্রিক ঘূর্ণিঝড় দানার   রূপ নিয়েছে। এটি  এখন পারাদ্বীপের ৫৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং  সাগরদ্বীপের ৬৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে  অবস্হান করছে ।  

এই ঘূর্ণিঝড় আরও  উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে  আগামীকাল ২৪ তারিখ সকালে,  অতিপ্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ২৪ তারিখেই রাত  সাড়ে ১১-টা থেকে  শুক্রবার ভোর পাঁচটার মধ্যে পুরী ও সাগরদ্বীপের মাঝামাঝি দিয়ে  এই ঘূর্ণিঝড়ের স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত  থাকতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের সাইক্লোন বিশেষজ্ঞ ডঃ হাবিবুর রহমান বিশ্বাস সকালে আকাশবাণীকে জানান,ঘূর্ণিঝড় দানার প্রভাবে কলকাতা ও সংলগ্ন এলাকায় আজকের আকাশ প্রধানত মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।