মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 31, 2025 3:56 PM

printer

পুর এলাকাগুলিতে ট্রেড লাইসেন্সের জন্য কত টাকা নেওয়া যাবে রাজ্য সরকার তা নির্দিষ্ট করে দিয়েছে।

পুর এলাকাগুলিতে ট্রেড লাইসেন্সের জন্য কত টাকা নেওয়া যাবে রাজ্য সরকার তা নির্দিষ্ট করে দিয়েছে। ট্রেড লাইসেন্স দেওয়া, পুনর্নবীকরণ বা রিনিউওয়ালের ক্ষেত্রে  কোনওরকম বাড়তি টাকা নেওয়া যাবে না বলে পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এক নির্দেশিকায় বলা হয়েছেনোটিফায়েড এরিয়া এবং ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ এলাকার জন্য  লাইসেন্স ফি বাবদ  বছরে সর্বাধিক দেড় হাজার টাকা নেওয়া যেতে পারে। কলকাতাহাওড়াআসানসোলবিধাননগরচন্দননগরশিলিগুড়ি এবং দুর্গাপুর পুর এলাকায় নেওয়া যাবে আড়াই হাজার টাকা। গত সপ্তাহে উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে পঞ্চায়েত ও পুরসভার একাংশের অতিরিক্ত কর আদায়ের প্রবণতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করে  জানিয়ে দেনকোনওভাবেই  বাড়তি করের বোঝা চাপানো যাবে না। এই প্রেক্ষাপটে পুর ও নগরোন্নয়ন দপ্তরের এই নির্দেশিকা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন