পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের মধ্য দিয়ে ভারত, ২০২৫ সালের তীরন্দাজি বিশ্বকাপের প্রথম ধাপের পদক তালিকায় জায়গা করে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অবার্নডেলে গতকাল ব্রোঞ্জ পদক ম্যাচে অভিষেক ভার্মা, ঋষভ যাদব এবং ওজস দেওতালের দল ডেনমার্ককে ২৩০-২২৩ ব্যবধানে পরাজিত করে।
এর আগে, ভারতীয় ত্রয়ী কোয়ার্টার ফাইনালে গুয়াতেমালাকে ২২০-২১৮-য় হারালেও সেমিফাইনালে ইতালির কাছে অল্প ব্যবধানে হেরে যায়।