মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 26, 2024 8:05 AM

printer

পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টে সুবিধাজনক অবস্থায় নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩০১ রানে এগিয়ে গেছে।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টে নিউজিল্যান্ড আজ তৃতীয় দিনে ৫ উইকেটে ১৯৮ রান হাতে নিয়ে খেলতে নামবে।  দ্বিতীয় ইনিংসে  তারা ৩০১ রানে এগিয়ে গেছে। অধিনায়ক টম লাথাম ৮৬ রান করেছেন। টম ব্লান্ডেল ৩০ ও গ্লেন ফিলিপস ৯ রানে অপরাজিত আছেন। ওয়াশিংটন সুন্দর চার, রবিচন্দ্রণ অশ্বিন এক উইকেট নিয়েছেন।

 এর আগে গতকাল  ১ উইকেটে ১৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারতের প্রথম ইনিংস ১৫৬ রানে শেষ হয়ে যায়। রবীন্দ্র জাদেজা ৩৮, যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল দুজনেই ৩০ রান করেন। ৫৩ রান দিয়ে ৭ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বা হাঁতি স্পিনার মিচেল স্যান্টনার এদিন তার টেস্ট কেরিয়ারের সেরা পারফরম্যান্স করেছেন। গ্লেন ফিলিপস দুটি ও টিম সাউদি একটি উইকেট নিয়েছেন।

 নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৫৯ রান করেছিলো।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।