মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 25, 2025 5:54 PM

printer

পুজোর সময় পুলিশ ডিউটির জন্য রাস্তা থেকে গাড়ির হুকুম দখল এড়াতে বেশ কিছু রুটের বাস মিনিবাস চলাচল বন্ধ

পুজোর সময় পুলিশ ডিউটির জন্য রাস্তা থেকে গাড়ির হুকুম দখল এড়াতে কলকাতা ও শহরতলীর বেশ কিছু রুটের বাস মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।  West  Bengal Bus Minibus Owners’ Association-এর  সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ন বসু বলেন, এরকম ডিউটির জন্য বাসের ক্ষেত্রে ৯০০ টাকা, মিনি বাসে ৮০০ টাকা এবং  শ্রমিকদের খোরাকি ৪০ টাকা দেওয়া হয়।  এইরকম ডিউটি কেউ করতে না চাওয়ায়  শ্রমিক-মালিক একযোগে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে বলে তিনি জানান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।