মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 24, 2025 8:55 AM

printer

পুজোর আগে রাজ্যে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।

পুজোর আগে রাজ্যে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। উত্তরবঙ্গ সহ একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় গতকাল নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশ দেন। স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে উঠে এসেছে, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনা, মালদা, বীরভূম, হাওড়া, হুগলী-সহ একাধিক জেলায় ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। পাশাপাশি আসানসোল ও বিধাননগর পুর নিগম এলাকাতেও পরিস্থিতি উদ্বেগজনক। পুজোর আগেই সংক্রমণ প্রভাবিত অঞ্চলগুলি চিহ্নিত করে সাফাই অভিযানে নামতে হবে বলে বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দেন। প্রয়োজনে  পদস্থ কর্তাদের পায়ে হেঁটে পরিদর্শন করতে হবে। জমে থাকা জলে যাতে মশার প্রজনন না হয়, সে ব্যাপারেও রাখতে হবে বিশেষ নজরদারি। এছাড়াও, “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচির আওতায় প্রতিটি ক্যাম্পে ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ে সচেতনতামূলক শিবির করার কথাও বলেন মুখ্যসচিব।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।