পি এম গতি শক্তির অধীনে নেটওয়ার্ক পরিকল্পনা গোষ্ঠীর শততম বৈঠকে আজ দেশের সড়ক, পরিবহণ ও মহাসড়ক ক্ষেত্রে পরিকাঠামো প্রকল্পগুলি পর্যালোচনা করা হয়। পি এম গতি শক্তি জাতীয় মাস্টার প্ল্যানের সঙ্গে সাযুজ্য রেখে মাল্টি মোডাল যোগাযোগ ও পরিবহণ দক্ষতা বাড়িয়ে তোলার ওপর বিশেষ নজর দেওয়া হয়। বৈঠকে দুটি রেল, দুটি মহাসড়ক এবং একটি মেট্রো রেল – এই পাঁচটি প্রকল্পের আর্থ সামাজিক লাভগুলি মূল্যায়ন করা হয়েছে।
Site Admin | October 17, 2025 9:45 PM
পি এম গতি শক্তির অধীনে নেটওয়ার্ক পরিকল্পনা গোষ্ঠীর শততম বৈঠকে আজ দেশের সড়ক, পরিবহণ ও মহাসড়ক ক্ষেত্রে পরিকাঠামো প্রকল্পগুলি পর্যালোচনা করা হয়।
