পার্কিং নিয়ে বচসা নিয়ে কোচবিহারের দিনহাটায় আক্রান্ত এক ব্যবসায়ী। দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দুলাল শেখ নামে আক্রান্ত ওই ব্যবসায়ীকে গতকাল রাতে একটি বন্ধ দোকানের সামনে গাড়ি থামিয়ে পাশের এক দোকান থেকে ওষুধ কেনার সময় ওই বন্ধ দোকানের মালিক তাকে গাড়ি সরাতে বলে।
এই নিয়ে বচসা শুরু হলে, দুলাল শেখকে হাতুড়ি ও ছুরি দিয়ে আঘাত করে অভিযুক্ত। ঘটনায় পলাতক ওই অভিযুক্ত ব্যক্তি।