পাঞ্জাবে ১২ টি জেলা, বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত। পয়লা অগাস্ট থেকে এ পর্যন্ত ম্রিত্যু হয়েছে ২৯ জনের। তিন জন এখনও নিখোঁজ। সব থেকে বেশি ৬ জন প্রাণ হারিয়েছেন পাঠানকোটে।
আকাশবাণীর জলন্ধরের সংবাদদাতা জানাচ্ছেন, ২ লক্ষ ৪৬ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। ১৫ হাজার ৬০০ জন কে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৯৪ হাজারের বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত। কয়েকশ গবাদি পশুর ও মৃত্যু হয়েছে।
পাঞ্জাবের এবারের বৃষ্টি, ৫৫ বছরের ইতিহাসে সব রেকর্ড ছাপিয়ে গেছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। রোপার থেকে জল ছাড়া এবং ঘগগর, তাংরি ও মারকান্ডা নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় অম্রিতসর, ফাজিল্কা, ফিরজপুর, পাঠানকোট, হশিয়ারপুর, কাপুরথালা , তরন তারন , পাতিয়ালা ও জলন্ধরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত।
মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, সংকটের এই সময়ে ক্ষতিগ্রস্তদের সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গতকাল পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে, ওই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেন।
কেন্দ্রের তরফে ভগবন্ত মানকে সব রকমের সহযোগিতারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।