পাঞ্জাবে, জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) মোহালি ভিত্তিক বিশেষ আদালত ২০১৯ সালের আগস্ট-সেপ্টেম্বরে পাঞ্জাবের তরণ তারানে ড্রোন থেকে বিস্ফোরক ও অস্ত্র ফেলার ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন, খালিস্তান জিন্দাবাদ বাহিনীর নয়জন অভিযুক্তকে কারাদণ্ড দিয়েছে। ছয় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা এবং অন্য তিনজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
জার্মান নিবাসী গুরমিত সিং বাগ্গা এবং পাকিস্তান নিবাসী রঞ্জিত সিং নিতা ড্রোন থেকে বিস্ফোরক ফেলেছিল বলে আদালত জানিয়েছে। অক্টোবর মাসে অমৃতসর পুলিশের কাছ থেকে এনআইএ এই মামলার তদন্তভার গ্রহণ করে।
এনআইএ সূত্র উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দেশের শান্তি ভঙ্গ করার লক্ষ্যে পাঞ্জাবে জঙ্গি হামলা এই পুরো ষড়যন্ত্রের লক্ষ্য ছিল।