May 4, 2025 2:17 PM

printer

পাঞ্জাবে, অমৃতসর গ্রামীণ পুলিশ পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে দু জনকে গ্রেপ্তার করেছে

পাঞ্জাবে, অমৃতসর গ্রামীণ পুলিশ পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে দু জনকে গ্রেপ্তার করেছে।  পহেলগাঁও কাণ্ডের প্রেক্ষিতে এই গ্রেপ্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ধৃত দুই ব্যক্তির নাম পালক শের মাসিহ  ও সূরজ মাসিহ। এরা অমৃতসর সেনা ক্যান্টমেন্ট ও বিমান ঘাঁটির গোপনীয় ছবি ও তথ্য নিয়মিতভাবে পাকিস্তানে পাচার করত বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, আরও খবর বের করতে দু’জনকে জেরা করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।