পাক বিমানহানায় খাইবারপাখতুনখোয়া প্রদেশে শিশু ও মহিলা সহ ৩০ জনের মৃত্যু হয়েছে। রাত ২টো নাগাদ পাকিস্তানি যুদ্ধ বিমান জে এফ সেভেনটিন তিরহা উপত্যকায় মাত্রেদারা গ্রামে ৮ টি এলএস সিক্স বোমা নিক্ষেপ করলে প্রচুর মানুষের প্রাণহানি ঘটে। রিপোর্টে জানা গেছে, ভেঙে পড়া বাড়ি ও রাস্তাগুলিতে বহু মহিলা ও শিশুর দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি এই ঘটনার তদন্তের দাবি জানানোর পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষা এবং যেকোনো ধরনের নীতি লঙ্ঘনের বিষয়ে পদক্ষেপের আবেদন জানিয়েছে। তবে পাক সেনাবানিহী এবং সরকার বিষয়টি নিয়ে মুখ খোলেনি।
Site Admin | September 22, 2025 4:29 PM
পাক বিমানহানায় খাইবারপাখতুনখোয়া প্রদেশে শিশু ও মহিলা সহ ৩০ জনের মৃত্যু হয়েছে।
