May 7, 2025 1:19 PM

printer

পহেলগাঁওয়ে জঙ্গী হামলার জবাবে ভারতীয় সেনার অপারেশন সিন্দুর-এ শোকের মধ্যেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নিহতদের পরিবারের সদস্যরা

পহেলগাঁওয়ে জঙ্গী হামলার জবাবে ভারতীয় সেনার অপারেশন সিন্দুর-এ শোকের মধ্যেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নিহতদের পরিবারের সদস্যরা। কলকাতার বিতান অধিকারির স্ত্রী ভবিষ্যতে কারোর সঙ্গে যাতে এধরনের ঘটনা না ঘটে, সেই প্রার্থনা করেন।

অন্যদিকে বেহালায় সমীর গুহ-র স্ত্রী বলেন, এধরনের জবাব দেওয়া অত্যন্ত জরুরী ছিল।

পুরুলিয়ার ঝালদায় নিহত আইবি অফিসার মনীশ রঞ্জনের ভাই বীনিত রঞ্জন মিশ্র বলেন, জঙ্গী কার্যকলাপকে সমূলে ধ্বংস করার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত।