পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ২৪ ঘন্টার মধ্যেই একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামীকাল থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাতাসে অত্যাধিক পরিমাণে জলীয় বাষ্প এবং স্হানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায়, কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলায় ইতিমধ্যেই বৃষ্টি হচ্ছে।
দক্ষিণ ২৪ পরগণার নামখানা, সাগর, পাথরপ্রতিমা, কাকদ্বীপ সহ বিভিন্ন এলাকা টানা বৃষ্টিতে জলমগ্ন।