রাজ্য সরকার নতুন খরিফ মরসুমে আগামী পয়লা নভেম্বর থেকে কুইন্টাল প্রতি ২ হাজার ৩৬৯ টাকা করে সহায়ক মূল্যে চাষীদের কাছ থেকে ধান কেনার কাজ শুরু করতে চলেছে।
সেইসঙ্গে চাষিরা সরাসরি ক্রয় কেন্দ্রে গিয়ে ধান বিক্রি করলে তাদের কুইন্টাল প্রতি আরো অতিরিক্ত কুড়ি টাকা হারে বোনাস দেওয়া হবে বলে খাদ্য দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে। ধান বিক্রির টাকা চাষীদের ব্যাংক একাউন্টে তিনটি সরকারি কাজের দিনের মধ্যে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
৬২০ টি স্থায়ী ক্রয় কেন্দ্র ছাড়াও এবার ভ্রাম্যমান ১৭৯ টি ক্রয় কেন্দ্র থেকে ধান কেনা হবে বলে খাদ্য দপ্তর জানিয়েছে। একজন কৃষক সর্বাধিক ৯০ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন।