পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্হ্য দফতর সূত্রে জানা গেছে। প্রবল শ্বাসকষ্ট নিয়ে বছর ৪৩-এর এক মহিলা কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কোভিড পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। গতকাল তার মৃত্যু হয়েছে ।
বর্তমানে পশ্চিমবঙ্গে ৩৭২ জন করোনায় আক্রান্ত বলে জানা গেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪১ জন ।