মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 19, 2025 12:18 PM

printer

পশ্চিমবঙ্গের যে সব পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরছেন, তাদের সহায়তায় শ্রমশ্রী নামে একটি প্রকল্পের কথা ঘোষণা করেছে সরকার।

পশ্চিমবঙ্গের যে সব পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরছেন, তাদের সহায়তায় শ্রমশ্রী নামে একটি প্রকল্পের কথা ঘোষণা করেছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পৌরোহিত্যে নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এসংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। পরে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, যেসব পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই ফিরে এসেছেন বা আগামীদিনে ফিরবেন, তাদের এক বছর পর্যন্ত মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এছাড়াও খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী ও জব কার্ডের সুবিধাও পাবেন তারা।

এদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের নতুন এই প্রকল্পকে কটাক্ষ করে বলেছেন, এতে পরিযায়ী শ্রমিকদের বিশেষ কোনো সুবিধা হবে না।