কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন বীজ সম্পর্কে চাষিদের অবহিত করার লক্ষ্যে দেশের অন্যান্য অংশের সঙ্গে এরাজ্যের বিভিন্ন জেলায় ‘বিকশিত ভারত কৃষি সংকল্প অভিযান’-এর আওতায় সচেতনতা বৃদ্ধির কাজ চলেছে। মালদা জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত শিবিরে কৃষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। CISH কৃষি বিজ্ঞান কেন্দ্র, গাজোল ব্লকের আদিনা পঞ্চায়েতের গোয়ালপাড়া গ্রামে প্রশিক্ষণ ও পরামর্শমূলক কর্মসূচির আয়োজন করে। বিজ্ঞানীরা ভুট্টা চাষে কীটপতঙ্গ মোকাবিলা এবং ধানের বিভিন্ন প্রজাতি নিয়ে আলোচনা করেন। সরকারি প্রকল্প সংক্রান্ত বিষয়েও কৃষকদের অবহিত করা হয়। মহিলারা একটি স্বনির্ভর গোষ্ঠী এবং এফপিও গঠনে আগ্রহ প্রকাশ করেন। এই কর্মসূচিতে ৭৫ জনেরও বেশি কৃষক অংশ নেন। সিআইএসএইচ কলকাতার মুখ্য বিজ্ঞানী ডঃ ভি. বি. শম্ভু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Site Admin | June 7, 2025 9:33 PM
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ‘বিকশিত ভারত কৃষি সংকল্প অভিযান’-এর আওতায় সচেতনতা বৃদ্ধির কাজ চলেছে
