ন্যাশনাল টেস্টিং এজেন্সি- এনটিএ ইউজিসি নেট পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেছে। আগামী ২৫ থেকে ২৯ জুনের মধ্যেই নেওয়া হবে পরীক্ষা। প্রতি দিন দু’টি অর্ধে পরীক্ষার আয়োজন করা হবে। প্রথমার্ধের পরীক্ষা চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দ্বিতীয়ার্ধের পরীক্ষার সময় দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত সূচি ugcnet.nta.ac.in – এই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পরীক্ষার্থীরা ০১১ ৪০৭৫ ৯০০০ নম্বরে ফোন করে অথবা ugcnet@nta.ac.in -এ ই-মেল করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
Site Admin | June 8, 2025 7:22 PM
ন্যাশনাল টেস্টিং এজেন্সি- এনটিএ ইউজিসি নেট পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেছে।
