মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 27, 2025 6:40 AM

printer

নির্বাচন কমিশন, রাজ্য সভার ৮ টি আসনে দ্বিবার্ষিক নির্বাচনের জন্যে নির্ঘণ্ট ঘোষণা করেছে।

নির্বাচন কমিশন, রাজ্য সভার ৮ টি আসনে দ্বিবার্ষিক নির্বাচনের জন্যে নির্ঘণ্ট ঘোষণা করেছে। এর মধ্যে ৬ টি আসন তামিলনাড়ুর ও ২ টি অসমের।

এই আটটি আসনে ভোট নেওয়া হবে ১৯ শে জুন। এর জন্যে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী সোমবার, দোসরা জুন।  

১৯ শে জুনেই ভোট গ্রহণের পরে ভোট গননা করা হবে।

উল্লেখ্য, রাজ্যসভার এই ৮ জন সাংসদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে জুন এবং জুলাই মাসে।

তামিলনাড়ুর ৬ সাংসদ হলেন Dr আম্বুমানি রামাদস, এম শম্মুগম, এন ছন্দ্রশেখরন, এম মহম্মদ আব্দুল্লা, পি উইলসন ও ভাইকো।

অন্যদিকে  অসমের মিশন রঞ্জন দাস এবং বিরেন্দ্র প্রসাদ বৈশ্য এর কার্যকালের মেয়াদ আগামী মাসের ১৪ তারিখে শেষ হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন