নির্বাচন কমিশনের গত ২৪ শে জুনের নির্দেশ মেনে বিহারে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া কার্যকর হয়েছে। এই নির্দেশানুসারে পয়লা আগষ্ট প্রকাশিত হতে চলা খসড়া ভোটার তালিকায় যাদের গণনা ফর্ম জমা পড়েছে তাদের নামই থাকবে। কমিশন জানিয়েছে, ভোটারদের সক্রিয় সহযোগিতায় এই কাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। বিহারের প্রায় ৮ কোটি ভোটারের মধ্যে আজ পর্যন্ত ১ কোটি ১৮ লক্ষের বেশী ফর্ম জমা পড়েছে। ফর্ম জমা দেওয়ার জন্য আরো ১৮ দিন বাকী। একই সঙ্গে চলছে ফর্ম আপলোড করার কাজ।
আজ সন্ধ্যে ৬ টা পর্যন্ত ১১ শতাংশের বেশী ফর্ম আপলোড হয়েছে। ৭৭ হাজার ৮শোর বেশী বুথ স্তরের আধিকারিক বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এই এনিউমারেশন ফর্ম পূরণ করার কাজে সাহায্য করছেন এবং তা সংগ্রহ করছেন। নিয়োগ করা হয়েছে প্রায় ৪ লক্ষ স্বেচ্ছাসেবককে।