নিরাপত্তা জনিত সমস্যার কারণ দেখিয়ে মালিক পক্ষ উত্তরবঙ্গের ডুয়ার্সের একটি চা বাগান বন্ধ করে দিয়েছে। জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের শ্রমিকরা গতকাল সকালে কাজে গিয়ে গেটে বাগান বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। শ্রমিকদের ১৫ দিনের মজুরি বকেয়া রয়েছে বলে শ্রম দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর ফলে পুজোর মুখে এখানে কর্মরত প্রায় এক হাজার চারশো শ্রমিক কাজ হারালেন।
Site Admin | August 31, 2025 9:51 AM
নিরাপত্তা জনিত সমস্যার কারণ দেখিয়ে মালিক পক্ষ উত্তরবঙ্গের ডুয়ার্সের একটি চা বাগান বন্ধ করে দিয়েছে।
