মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 6, 2025 6:32 PM

printer

নিট পিজি পরীক্ষা ২০২৫-র দায়িত্ব সুপ্রিম কোর্ট ন্যাশানাল বোর্ড অফ এক্স্যামিনেশন এনবিই’কে দিয়েছে।

নিট পিজি পরীক্ষা ২০২৫-র দায়িত্ব সুপ্রিম কোর্ট ন্যাশানাল বোর্ড অফ এক্স্যামিনেশন এনবিই’কে দিয়েছে। একটি শিফটে আগামী তেসরা আগস্ট এই পরীক্ষা নেওয়া হবে। এর আগে ১৫ ই জুন পরীক্ষা নেওয়ার কথা ছিল। দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং আগাস্টাইন জর্জ মাশিহ্-র বেঞ্চ এনবিই-কে এত দীর্ঘ সময় নেওয়ার ব্যাপারে প্রশ্ন তোলে। বেঞ্চ আরও জানিয়েছে, নতুন করে আবেদন জানালেও আর পরীক্ষা নেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হবে না।
উল্লেখ্য, গত ৩০ শে মে সুপ্রিম কোর্ট, এনবিই-কে নিট পিজি ২০২৫ দুটি শিফটের পরিবর্তে একটি শিফটে নেওয়ার নির্দেশিকা জারি করে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন