মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 10, 2025 12:20 PM

printer

নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ভারত তৃতীয় বারের জন্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেটের খেতাব জয় করেছে

নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ভারত তৃতীয় বারের জন্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেটের খেতাব জয় করেছে। জয়ের জন্য ২৫২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারত চার উইকেট হাতে রেখেই ১ ওভার বাকি থাকতে ২৫৪ রান করে। দুবাইয়ে ফাইনালে টসে জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তোলে।

এর জবাবে ভারত ব্যাট করতে নেমে রোহিত শর্মা এবং শুভমন গিল অনবদ্য ইনিংসের সূচনা করেন।

এর আগে ভারত ২০০২ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করে। 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ভারতই  তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী একমাত্র দল। ক্রিকেটের জগতে এই ইতিহাস তৈরির জন্য খেলোয়াড়, ব্যবস্থাপক এবং সহায়তা কর্মীরা সর্বোচ্চ প্রশংসা পাওয়ার যোগ্য।

প্রধানমন্ত্রী ভারতীয় দলের জয়কে ব্যতিক্রমী এক ফলাফল হিসেবে প্রশংসা করে বলেন যে দলের সদস্যরা  পুরো  টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেছে।