নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ উত্তর কলকাতার বাগবাজারে মা সারদার বাড়িতে মা সারদার শুভ পদার্পণ দিবস উদযাপিত হচ্ছে।এই উপলক্ষে সেখানে মঙ্গলারতি, হোম, পূজা পাঠ, ভক্তিমূলক গান ধর্মসভা মা সারদার কথা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই বহু ভক্ত ভিড় জমিয়েছেন বাগবাজার মায়ের বাড়িতে।
উল্লেখ্য, ১৯০৯ সালের ২৩ শে মে, সারদা মা বাগবাজার মায়ের বাড়িতে শুভ পদার্পণ করলেও তিথি মেনে মা সারদার শুভ পদার্পণ দিবস উদযাপন করা হয়।