নরওয়ে দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডে, ভারতের অর্জুন এরিগ্যাসি টেবিল টপার ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে দিয়েছে। অন্যদিকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশ আমেরিকার হিকারু নাকামুরার কাছে পরাজিত হয়েছে। এছাড়াও নরওয়ের ম্যাগনাস কার্লসেন চীনের ওয়েই য়ির কাছে পরাজিত হয়েছে। প্রতিযোগিতার অষ্টম রাউন্ডের পর, আমেরিকার ফ্যাবিয়ানো কারুয়ানা শীর্ষ স্থানে রয়েছে।
মহিলাদের ম্যাচে, ভারতের গ্র্যান্ডমাস্টার, আর বৈশালী ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন চীনের জু ওয়েঞ্জুনকে ১.৫-১ স্কোরে পরাজিত করেছে, অপরম্যাচে ভারতের কোনেরু হাম্পি স্পেনের সারা খাদেমকে পরাজিত করেছে। এই জয়ের ফলে হাম্পি মহিলাদের তালিকায় অষ্টম রাউন্ডের পর ১৩.৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে।