মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 3, 2025 9:05 AM

printer

নদীয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে

নদীয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি, আজ পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ দাখিলের সময়সীমা, গতকাল শেষ হয়।

নাম প্রত্যাহারের শেষদিন বৃহস্পতিবার ৫-ই জুন। ভোট নেওয়া হবে ১৯-শে জুন। গণনা ২৩-শে জুন।

এদিকে, ভোটগ্রহণের জন্য ২০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে । এই সপ্তাহের মধ্যে বাহিনী রাজ্যে এসে পৌঁছবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

কমিশন সূত্রে আরো জানা গেছে, এবার প্রতিটি কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ভোটারদের সাহায্য করতে সরকারি কাউন্টার চালু করা হবে। এর দায়িত্বে থাকবেন বুথ লেবেল অফিসাররা। কোনো ভোটারই মোবাইল নিয়ে বুথে ঢুকতে পারবেন না। ফোনটি ওই কাউন্টারে রেখে তাঁদের বুথে ঢুকতে হবে।  

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস, এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদকে প্রার্থী করেছে।

বিজেপি-র প্রার্থী হয়েছেন আশিষ ঘোষ। এছাড়াও কংগ্রেস প্রার্থী করেছে কাবিলউদ্দিন শেখ-কে। বামফ্রন্ট এই কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে বলে জানিয়েছে।

রাজ্য সরকার এই উপ-নির্বাচনের জন্য সেখানকার সব সরকারি, আধা সরকারি ও বেসরকারী সংস্হা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভোটের দিন সবেতন ছুটি ঘোষণা করেছে। অর্থ দপ্তর থেকে আজ এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়।

কোন ভোট গ্রহণ কেন্দ্রে পুনর্নিবাচন হলেও সেখানেও সংশ্লিষ্ট দিনে ছুটি দেওয়ার কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়।

এছাড়া যেসব শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি কার্যালয়ে সেক্টর অফিস, ভোট গ্রহণকেন্দ্র বা DCRC করা হবে সেখানে ভোটের আগের দিন, অর্থাৎ ১৮-ই জুনেও ছুটি ঘোষণা করা হয়েছে ওই নির্দেশিকায়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন