নতুন দিল্লীতে আজ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল পরিচ্ছন্ন জলের জীববৈচিত্র্য সংরক্ষণকে উৎসাহদানের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করেন। জাতীয় স্বচ্ছ গঙ্গা কর্মসূচির অধীনে আজ এক বৈঠকে তিনি ভারতীয় বন্যপ্রাণ প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করেন। এই প্ল্যাটফর্ম গঙ্গা, কাবেরী, গোদাবরী সহ ভারতের বিভিন্ন নদীর প্রাকৃতিক অবস্থা, জীববৈচিত্রের ওপর যাবতীয় তথ্য সরবরাহ করবে।
এছাড়াও, শ্রী পাটিল, জলজ জীব বৈচিত্র্য রক্ষা, স্থানীয় বাস্তুতন্ত্রের সমন্বয় ও নদী স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য জাতীয় স্বচ্ছ গঙ্গা কর্মসূচি ও ভারতীয় বন্যপ্রাণ সংস্থার প্রশংসা করেন।