নতুন দিল্লিতে আগামীকাল থেকে ২৭তম সরস আজীবিকা মেলা আয়োজিত হতে চলেছে। এই মেলা গ্রামীণ মহিলাদের তাঁদের হস্তশিল্প, তাঁত সহ অন্যান্য পণ্য প্রদর্শন এবং বিক্রয় করার জন্য একটি গুরুত্বপূর্ণ বিপণন প্ল্যাটফর্ম প্রদান করবে। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর চারশো জনেরও বেশি গ্রামীণ মহিলা মেলায় অংশগ্রহণ করবেন। এই বছরের মেলার মূল ভাবনা হল লাখপতি দিদি – সফল উদ্যোগপতি এবং ভোকাল ফর লোকালের জন্য গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন। এই প্রথম সরস মেলায় লাখপতি দিদিরা নেতৃত্ব দেবেন। চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত এই মেলা চলবে।
সাংবাদিক সম্মেলনে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব স্বাতী শর্মা বলেন, সরস মেলা আমাদের শিকড়ের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের একটি মাধ্যম। তিনি উল্লেখ করেন যে দীনদয়াল অন্ত্যোদয় যোজনা – জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের আওতায় প্রায় ১০ কোটি মহিলা ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত।