নতুন করে চাকরির পরীক্ষায় না বসার দাবিতে অনড় আন্দোলনকারীদের মহামিছিল কর্মসূচীকে ঘিরে আজ সকাল থেকে শিয়ালদা, ধর্মতলা এবং সল্টলেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। সকালে মিছিলের জন্য শিয়ালদা স্টেশন চত্বরে জমায়েত শুরু হতেই, শুরু হয় ধরপাকড়। স্টেশন এলাকায় থাকা আন্দোলনকারীদের পাশাপাশি সাধারণ যাত্রী এবং ব্যবসায়ীরা পুলিশি সক্রিয়তার মুখে পড়েন। বেশ কয়েকজনকে আটক করে তোলা হয় গাড়িতে। পাশাপাশি ধর্মতলা চত্বরেও একই ছবি নজরে আসে। সাধারণ মানুষকে পরিচয়পত্র দেখিয়ে সেখান থেকে বের হতে হয়। পরে, আন্দোলনকারীদের তরফে মেহবুব মণ্ডল জানান, তাঁদের প্রায় সব নেতৃত্বকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেজন্য, কর্মসূচী বদল করে বিকাশ ভবনের সামনে অবস্থান স্থলে ফিরে যান তাঁরা। বিকেলে যোগ্য চাকরিহারাদের অর্ধনগ্ন মিছিলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ায়। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
Site Admin | May 30, 2025 7:39 PM
নতুন করে চাকরির পরীক্ষায় না বসার দাবিতে অনড় আন্দোলনকারীদের মহামিছিল কর্মসূচীকে ঘিরে আজ শিয়ালদা, ধর্মতলা এবং সল্টলেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায়।
