মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 30, 2025 10:56 AM

printer

নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি বলেছেন, ভবিষ্যতের জ্বালানি হ’ল গ্রীন হাইড্রোজেন।

নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি বলেছেন, ভবিষ্যতের জ্বালানি হ’ল গ্রীন হাইড্রোজেন। এই জ্বালানি উৎপাদনে প্রযুক্তি উন্নয়নের জন্য মন্ত্রী, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পদ্যোগকে যৌথভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।নতুন দিল্লীতে, MSME ক্ষেত্রের জন্য জাতীয় গ্রীন হাইড্রোজেন মিশনের সুযোগ সুবিধা সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধন করে শ্রী যোশি গতকাল বলেন,ম্যানুফ্যাকচারিং, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে নতুন ধরণের কারিগরি ধারণার মাধ্যমে গুরুত্বপূর্ণ সাহায্য দেওয়ার ক্ষমতা ,MSME র আছে।যার ফলে ভারত, পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে সক্ষম হয়ে ওঠার পথে এগোবে। এই উপলক্ষে অনুষ্ঠানে মন্ত্রী, ‘গ্রীনহাইড্রোজেন সার্টিফিকেশন স্কীম অফ ইন্ডিয়া’ নামে একটি প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পে দেশে গ্রীন হাইড্রোজেনের উৎপাদন নিশ্চিত হবে।

শ্রী যোশি জানান ,যে ভারত জাপানের সঙ্গে গ্রীন হাইড্রোজেন থেকে  ৪লক্ষ ১২ হাজার টন প্রাপ্য নতুন পদার্থ নিয়ে চুক্তি করেছে।মন্ত্রক ২০৩০ সালের মধ্যে তা বাড়িয়ে ৫০ লক্ষ টন করার লক্ষ্য মাত্রা ধার্য করা হয়েছে বলে শ্রী যোশি জানিয়েছেন।