দেশ গত মে মাস থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত পণ্য পরিষেবা কর জি এস টি বাবদ আদায় দু লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছরের মে মাস পর্যন্ত জি এস টি ২ দশমিক ০/১ লক্ষ কোটি টাকা সংগ্রহ হয়েছে। ২০২৪ সালের তুলনায় এবছরের আদায় ১৬ দশমিক ৪ শতাংশ বেশি। গত বছরে এই সময়ে তা ছিল ১ দশমিক ৭.২ লক্ষ কোটি টাকা। এপ্রিল মাসে এই সংগ্রহ ছিল এ পর্যন্ত সবচেয়ে বেশি ২ দশমিক ৩/৭ লক্ষ কোটি টাকা, গত বছরের তুলনায় ১২ দশমিক ৬ শতাংশ বেশি।
Site Admin | June 1, 2025 9:49 PM
দেশ গত মে মাস থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত পণ্য পরিষেবা কর জি এস টি বাবদ আদায় দু লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে।
