রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার প্রদান করবেন। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান হিসেবে পদ্মবিভূষণ ,পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়ে থাকে। শিল্প, সমাজসেবা, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বাণিজ্য শিল্প , চিকিৎসা,সাহিত্য এবং শিক্ষা্,ক্রীড়া এবং নাগরিক সেবা সহ বিভিন্ন শাখায় যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের ভূমিকা কে স্বীকৃতি দিতেই এই সম্মাননা। বাংলা থেকে এবার ৯ জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন।
তালিকায় রয়েছেন- নৃত্যশিল্পী-অভিনেত্রী মমতাশঙ্কর, সরোদ বাদক পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, উত্তর ২৪ পরগণার মছলন্দপুরের বাসিন্দা ঢাক বাদক গোকুল চন্দ্র দাস, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ, শিল্পপতি পবন গোয়েঙ্কা এবং সজ্জন ভজনকা, রাজবংশী ভাষায় রামায়ণের অনুবাদ করার জন্য সাহিত্যিক শিক্ষাকর্মী নগেন্দ্রনাথ রায়, শিক্ষানুরাগী তথা সমাজকর্মী পরিবার স্কুলের প্রতিষ্ঠাতা বিনায়ক লোহানি।
পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছেন ‘স্টেট্ ব্যাংক অফ ইন্ডিয়া’র প্রাক্তন চেয়ারপার্সন অরুন্ধতি ভট্টাচার্যও।
এদিকে, মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী, অর্থনীতিবিদ বিবেক দেবরায়কে।