দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৫তম প্রয়াণ দিবস আজ রাজ্য তথা দেশ জুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস, দিনটি আত্ম বলিদান দিবস হিসেবে উদযাপন করছে। কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে স্বেচ্ছায় রক্তদান শিবির সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশ গঠনে শ্রী গান্ধীর ভূমিকার কথাও আজ স্মরণ করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯১ সালের ২১ শে মে শ্রী পেরুমবুদুরে এক এলটিটিই সদস্যের আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হন রাজীব গান্ধী।