দেশীয় শেয়ার বাজারে আজ নিম্নগতি লক্ষ্য করা গেছে। বম্বে শেয়ার বাজারে সূচক Sensex, আজ বাজার বন্ধের সময় ৮৭৩ পয়েন্ট বা ১.০৬% কমে ৮১,১৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। জাতীয় শেয়ার সূচক Nifty-ও ২৫১ পয়েন্ট বা ১.০৫% কমে ২৪,৬৮৪ পয়েন্টে থেমেছে। গাড়ি নির্মান, খাদ্য দ্রব্য এবং আর্থিক ক্ষেত্রে নিম্নগতির কারণেই শেয়ার বাজারেও তাঁর প্রভাব দেখা গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Site Admin | May 20, 2025 9:47 PM
দেশীয় শেয়ার বাজারে আজ নিম্নগতি লক্ষ্য করা গেছে
